মেনু নির্বাচন করুন

খোপাতী উচ্চ বিদ্যালয়ের ইতিহাস

খোপাতী উচ্চ বিদ্যালয় ১৯৮৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আবুল মনছুর সরকার সাবেক উপজেলা চেয়ারম্যান কাউনিয়া রংপুর  মহোদ্বয়ের প্রচেষ্ঠায় এবং জনাব মো: আব্দুল খালেক প্রামানিক, জনাব মো: মোফাজ্জাল হোসেন সাবেক অধ্যক্ষ কাউনিয়া কলেজ, রংপুর। খন্দকার মো: নুরুন্নবী সাবেক প্রধান শিক্ষক খোপাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় । একান্ত সহযোগীতায় ও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব মো: মোজাম্মেল  হক এর উদ্যেগে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ১৯৮৮ সালে যাত্রা শুরু করে এলাকার দাতাগন বিদ্যালয়ে ১.০০ একর জমি দান করেন। স্থানীয় চাঁদা ও দানের মাধ্যমে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়, পরবর্তীতে দান ও ক্রয়কৃত জমিসহ বর্তমান পরিমাণ ১.৪১ একর।  বিদ্যালয়টিতে ১৯৯২ সালে নবম শ্রেণি বিজ্ঞান বিভাগ সহ চালু হয় এবং ১৯৯৩ সালে দশম শ্রেণি সহ স্বীকৃতি পায়। বিদ্যালয়টি ১৯৯৩ সালে এম,পি,ও ভুক্ত হয়। ১৯৯৪ সালে প্রথম এস,এস ,সি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করে। ২০০৬ সালে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড ঢাকা কতৃক এস,এস,সি (ভোকেশনাল) ২টি কোস চালু হয়। জেনারেল ম্যাকানিক্স এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। ২০০৪  বিদ্যালয়টিতে ১৯৯৪-৯৫ অর্থ বছরে ফ্যাসিলিটিজ ডিপারমেন্ট কর্তৃক একাডেমিক ভবন নির্মান করা হয়। ক্রীড়া স্কাউট, গার্লস গাইড সহশিক্ষা কাযক্রম সহ বিভিন্ন প্রকার স্থানীয় এবং জাতীয় কার্যক্রমে  অংশগ্রহন করে থাকে। বিদ্যালয়টি ২০০২ সালে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যালয়ের প্রথান শিক্ষক জনাব মো: মোজাম্মেল হক ২০১৭ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে স্বীকৃতি লাভ করেন। জে, এস, সি ও এস, এস , সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক । বর্তমানে সাধারণ শিক্ষক ১০ জন, শিক্ষিকা ০৩ জন তৃতীয় শ্রেণির কর্মচারী ০১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী ০৫ জন নিয়োজিত আছে। এস. এস, সি (ভোকেশনাল) শাখায় ০৫ জন শিক্ষক ও ০১ জন শিক্ষিকা ও ০২ জন ল্যাব এ্যাসিস্টেন্ট কর্মে নিয়োজিত আছে।